বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা মা মাছ ধরার মাহা উৎসব চলছে। ৩ জুলাই শনিবার সকালে উপজেলার পুরাতন মারিশ্যা, কাচালং থানা ঘাট, বারিবিন্দু ঘাট, করেঙ্গাতুলী, পশ্চিম লাইল্যাঘোনা, উলুছড়ি, ডিপুর খাল এলাকায় এই মাছ ধরার চিত্র দেখা যায়।
উপজেলার মৎস্য কর্পোরেশনের কোন নজরদারি না থাকায় বিনা বাধাঁয় শত শত মানুষ অবৈধ কারেন্ট জাল দিয়ে নির্ধিদায় বিভিন্ন প্রজাতির দেশীয় ডিম ওয়ালা মা মাছ শিকার করছে। নদীতে ধরা এসব মাছ আবার মোটর সাইকেল যোগে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতে দেখা গেছে। অভিযোগ রয়েছে মৎস্য কর্পোরেসনের কর্মকর্তাদের মেনেজ করেই এসব ডিমওয়ালা মা মাছ এলাকায় প্রকাশ্যে বিক্রি করছে এক শ্রণীর অসাধু জেলে। এ বিষয়ে বাঘাইছড়ি মৎস্য কর্পোরেসনের ইনচার্জ মফিজুর রহমানের মোঠো ফোনে বার বার চেষ্টা চালিয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি ।
এদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন মাছের প্রাকৃতিক পজনন বৃদ্ধির লক্ষে সরকারি ভাবে কাপ্তাই লেকে তিন মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে, এসময় জেলেদের জন্য সরকারী সহায়তা রয়েছে এর পরেও মাছ শিকার দুঃখ জনক, শীঘ্রই কাচালং নদীতে অভিযান চালিয়ে এদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.