নিউজ ডেস্ক:: রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেকের বাঘাইহাট জোনের আওতাধীন নতুন দোকান/জারুলছড়ি এলাকা হতে সেনাবাহিনীর অভিযানে ১২বীর বাঘাইহাট জোন কর্তৃক ওমর চাকমা ও রকেট চাকমা নামে অস্ত্রসহ ২জন ইউপিডিএফ'র চাঁদা কালেক্টর আটক।
সেনা সুত্রে জানাযায় আজ ভোর ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বাঘাইহাট জোন এই বিশেষ অপারেশনটি পরিচালনা করে। ওমর চাকমা (৩৪) এবং রকেট চাকমা (২২) দীর্ঘদিন যাবৎ করেংগাতলী এলাকায় চাঁদাবাজি,হত্যা ও ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিল।
ওমর চাকমা ও রকেট চাকমাকে গ্রেপ্তার করার পর তল্লাশি পূর্বক তাদের কাছ থেকে একটি এলজি পিস্তল, দুই রাউন্ড এ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান শেষে উক্ত বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদেরকে বাঘাইহাট সেনা ক্যাম্পে নিয়ে আসা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.