প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২২, ৬:২৮ অপরাহ্ণ
বাঘাইছড়ির কাচালং নদীতে দুই নৌকার সংঘর্ষে নৌকার মাঝি নিহত

বাঘাইছড়ি(রাঙ্গামাটি)প্রতিনিধিঃ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মোরঘোনা ছড়া এলাকায় কাচালং নদীতে দুই নৌকার মূখমুখি সংঘর্ষে মাঝি রাম কুমার চাকমা (পাঞ্জা ৬৭) নিহত হয়েছে। এই ঘটনায় অনন্ত চাকমা (৫০) নামে আরো এক ব্যাক্তি মারাত্মক ভাবে আহত হয়েছে। নিহত মাঝি রাম কুমার চাকমা উপজেলার খেদারমারা ইউনিয়নের পাবলাখালী গ্রামের মৃত হরি কিশোর চাকমার ছেলে। ১ অক্টোবর শনিবার দুপুর পনে তিন ঘটিকায় এই ঘটনা ঘটে। খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্টু চাকমা বলেন দুপুরে কাচালং নদীর মোরঘোনা ছড়া এলাকায় দুই নৌকার মূখমুখি সংঘর্ষ হয় । কচুছড়ি দিক থেকে আসা দ্রুতঘামী নৌকা রাম কুমার চাকমার নৌকায় সামনে থেকে সজোরে ধাক্কা দিলে পরে গিয়ে দুজনেই পানিতে তলিয়ে যায় পরে স্থানীয়দের সহায়তা অনন্ত চাকমাকে জীবিত উদ্ধার করা গেলেও মৃত অবস্থায় উদ্ধার করা হয় রাম কুমার চাকমাকে। বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বলেন বিষয়টি আমরা সুনেছি এ বিষয়ে কোন অভিযোগ না থাকায়, তারা স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় মরদেহ দাহকর্ম শেষ করে বলে জানাযায়।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.