নিজস্ব প্রতিনিধি রোয়াংছড়ি : বান্দরবানের রোয়াংছড়িতে নওমুসলিমকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নিহতের ব্যক্তি রোয়াংছড়ি ইউনিয়নে ৩নং ওয়ার্ড তুলাছড়ি পাড়া বাসিন্দা তয়ারাম ত্রিপুরা ছেলে নওমুসলিম ওমর ফারুখ (সাবেক নাম বেরনচন্দ্র ত্রিপুরা) (৫২)। শুক্রবার (১৮ জুন ২০২১) রাতে সাড়ে ৯টা দিকে গুলি করে হত্যা করা ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেরনচন্দ্র ত্রিপুরা তিনি খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মাবলম্বী হয়ে স্থথানীয় মসজিদের ইমাম ছিলেন । তবে তাকে রাতের আঁধারে এসে কে বা কারা গুলি করে হত্যা করেছে কেউ বলতে পারেননি।
রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌহিদ কবীর ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে সাড়ে ৯টা দিকে গুলি করে উক্ত ব্যাক্তিকে হত্যা করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। তিনি আরো বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.