প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৬:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২১, ৮:৩৬ অপরাহ্ণ
মহালছড়ি দরিদ্রের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা

মাহালছড়ি প্রতিনিধি:: মহালছড়ি সেনা জোনের আওতাধীন পঙ্খীমুড়া, ধুমনীঘাট এলাকায় করোনাকালীন পরিস্থিতিতে দুঃস্থ ও হত দরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্পেই অনুুুষ্ঠিত।
করোনা মোকাবেলায় দেশব্যাপী সাধারণ মানুষের জন্য সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। সাধারণ ও নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবের জন্য খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোন বেশকিছু কর্মসূচী হাতে নেয় এবং বাস্তবায়ন করা হয়েছে।
আজ শুক্রবার ১১ জুন সকাল ১০টার দিকে মহালছড়ি জোনের তত্ত্বাবধানে পঙ্খীমুড়া, ধুমনীঘাট এলাকায় গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং চিকিৎসা সহায়তা হিসেবে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও মহালছড়ি জোন সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য পঙ্খীমুড়া, ধুমনীঘাট এলাকায় আগামীতে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করবে।
করোনায় পরিস্থিতি মোকাবেলায় সেনাসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.