প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৬:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২২, ৫:৫১ অপরাহ্ণ
মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদে পরিনত হতে হবে -কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা :: খাগড়াছড়ির দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে চারতলা নতুন ভবণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০মার্চ) সকালে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বির্দভ রঞ্জন চাকমা সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন মনি চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী ইউনিয়নে পরিষদ চোয়ারম্যান চয়ন বিকাশ চাকমা।
এতে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন,দীঘিনালা উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ বরন চাকমা,
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্তকর্তা মো: পেয়ার আহম্মেদ, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনারা সরকারী উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাশ, প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, শিক্ষার্থীদের পিছিয়ে পরে থাকা যাবে না, মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশ আলোকিত করতে হবে। বর্তমান বিশ্বে সাথে তালমিলিয়ে চলতে হবে প্রযুক্তি শিক্ষার বিকল্প নাই, তাই প্রযুক্তি শিক্ষাও গ্রহন করলে বাংলাদেশে আর কোন শিক্ষিত ছেলে মেয়েরা বেকার থাকবে না। তাই বর্তমান সরকার উপজেলা পয়ার্য কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করেছে এবং প্রতিটি বিদ্যালয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাব চালু করেছে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.