রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটি পৌর এলাকার করোনাকালীন পরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি –বাঙ্গালী শতাধিক অসহায় এবং সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন।
বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি চিং লা মং মারী ষ্টেডিয়ামে রাঙ্গামাটির সদর জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর রেজাউল করিম, জোনের এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন মোঃ নাছমুছ ছাকিব সুবিধা বঞ্চিতদের হাতে ত্রান সামগ্রী তুলে দেন।
খাদ্য সহায়তা হিসাবে প্রত্যেক পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি আটা, ২কেজি ডাল, ১ কেজি করে লবন দেয়া হয়।
করোনা মহামারী শুরুর পর থেকে ইতোপূর্বেও পাহাড়ের অসহায় মানুষের সেবায় এগিয়ে আসে সেনাবাহিনী। করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় সেনাবাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান রাঙ্গামাটির সদর জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর রেজাউল করিম ও রাঙ্গামাটি জোনের এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন মোঃ নাছমুছ ছাকিব।
ত্রাণ সহায়তা নিতে আসা পাহাড়ী ও অসহায় সুবিধা বঞ্চিত মানুষরা বলেন, করোনা ভাইরাসের শুরু থেকে সেনাবাহিনীর ত্রান সহায়তা পেয়ে আমাদের সংসারে অভাব মিটিয়ে আসছে । অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় প্রতিটি সময় তারা আমাদের
নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়ে আমাদের পরিবারের অভাব মিটিয়ে আসছে। এতে করে এলাকার সাধারণ মানুষজন অত্যন্ত খুশি।
বাংলাদেশ সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছে। এই ধরনের
মহৎ কাজে বিত্তবানরাও এগিয়ে আসে তা হলে হতদরিদ্র আরো অন্যান্য এলাকার মানুষও উপকৃত হতো বলে অনেকে মনে করেন
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.