রাঙ্গামাটি প্রতিনিধি॥ রাঙ্গামাটিতে বন কর্মীরা বিপন্নপ্রায় আরো একটি প্রাণী লজ্জাবতী বানর উদ্ধার করে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করেছে। কাপ্তাই জাতীয় উদ্যানে এই নিয়ে চলতি বছরে তিনটি লজ্জাবতী বানর অবমুক্ত করা হলো।
বনকর্মীরা রাঙ্গামাটির ভেদভেদী এলাকায় লজ্জাবতী বানরটির সন্ধান পেয়ে তা উদ্ধার করে কাপ্তাই বনবিভাগকে হস্তান্তর করে ।
লজ্জাবতী বানর সাধারণত দিনের বেলায় চোখে দেখে না। লজ্জাবতী বানর রাতে চলাফেরা করে এবং খাদ্য খেয়ে জীবন ধারণ করে। তাই এটাকে রাতে অবমুক্ত করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদস্যরা জানান রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকায় বিপন্ন প্রাণী লজ্জাবতী বানরটির সন্ধান পাওয়া যায়।
দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মীরা বানরটি উদ্ধার করে কাপ্তাই রেঞ্জে হস্তান্তর করে ।পরে সোমবার রাতে বানরটি অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা যা প্রকৃতি সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক এবং টেকসই ব্যবহারের ক্ষেত্রে কাজ করে। তাদের মতে জাতীয় উদ্যানের তালিকায় এই বিপন্ন প্রাণীটির নাম নেই অথচ কাপ্তাই জাতীয় উদ্যানে প্রায়ই লজ্জাবতী বানর দেখেছেন বলে বন বিভাগের কর্মকর্তারা জানান।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.