নিজস্ব প্রতিনিধিঃ রাংগামাটির লংগদুতে সেনা অভিযানে অস্ত্রসহ ১ ইউপিডিএফ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
রবিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের খাড়িকাটা এলাকা থেকে ইউপিডিএফ (মূল) এর চুরান্ত চাকমা (৩৫) নামে একজন ইউপিডিএফ'র অস্ত্রধারী সদস্যকে আটক করেছে সেনাবাহিনীর একটি অপারেশন দল।
সেনা সুত্র যানায় গোপন তথ্যের ভিত্তিতে লংগদু জোন এই বিশেষ অপারেশনটি পরিচালনা করে। আটককৃত চুড়ান্ত চাকমা (৩৫) দীর্ঘদিন যাবৎ লংগদুর খাড়িকাটা বাজার এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিল।
চুড়ান্ত চাকমা (৩৫)কে গ্রেফতার করার পর তল্লাশি করে তার কাছ থেকে ০১টি দেশী পিস্তল, ০৪ রাউন্ড এ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, নগদ ১০হাজার টাকা, ০৪ টি মোবাইল ফোন ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান শেষে উক্ত বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীকে লংগদু সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে জানা যায় যে, সে লংগদু ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র দলনেতা এবং বর্তমানে ধনপতি, মনপতি এবং খাড়িকাটা এলাকার চাঁদা সংগ্রহ করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে লংগদু থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.