লংগদু প্রতনিধি- রাঙামাটির লংগদু উপজেলার গুলসাখালীতে অসহায় দরিদ্র সাধারণ মানুষের মাঝে বিনামূল্য ঔষুধ বিতরণ করেছে রাজনগর (৩৭ ব্যাটালিয়ন) বিজিবি জোন।
বৃহস্পতিবার (৩জুন) সকাল ১০টায় লংগদু উপজেলা রাজনগর বিজিবি (৩৭ ব্যাটালিয়ন) জোনের উদ্যোগে শতাধিক পাহাড়ী,বাঙ্গালী অসুস্থ, রোগাক্রান্তদের মাঝে বিনামূল্য ঔষুধ বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান করেন।
রাজনগর বিজিবি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম তাজ এর উপস্থিতে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ ক্যামপেইন অনুষ্ঠিত হয়।
এসময় জোন কমান্ডার বলেন, এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড, শান্তি শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে রাজনগর বিজিবি জোন। আমরা চাই অত্র এলাকায় শান্তি সম্প্রীতি বজায় থাকুক। এচিন্তা ধারণা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সাধারণ মানুষের সেবায়। তিনি বলেন আমরা অতীতেও সাধারণ মানুষের পাশে ছিলাম, বর্তমানেও আছি আগামীতেও থাকবো। এখানে কারো চিকিৎসা সেবার জন্য কষ্ট করতে হবেনা। আমরা আমাদের সাধ্যমত চিকিৎসা সেবা সহ নানারকম সেবা প্রদান করে যাচ্ছি।
এসময় আরো উপস্থিত ছিলেন, জোনের উপ অধিনায়ক মেজর জাহিদুল ইসলাম,মেডিকেল অফিসার ক্যাপ্টেন ফখরুল ইসলাম রাজন, সহকারী পরিচালক জামাল উদ্দীন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.