প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৬:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২১, ৭:১৫ অপরাহ্ণ
লকডাউনের প্রথম দিনেই কোঠর অবস্থানে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়িতে সরকারি নির্দেশনা লকডাউনের প্রথম দিনেই কঠোর অবস্থানে দেখা গেছে উপজেলা প্রশাসনকে।
সকাল থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে। এসব টহল দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে লকডাউন নিশ্চিতে কাজ করতে দেখা গেছে। এসময় বিনা কারণে বাহিরে ঘুরাঘুরি ও মাস্ক পরিদান না করায় অনেক পথ চারীকে জরিমানা করা হয়েছে। জরুরী সেবা সার্ভিস ছাড়া সকল প্রকার যানবাহন ও দোকানপাট বন্ধ রয়েছে।
এদিকে উপজেলার মুড়ে মুড়ে আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। উপজেলায় লাফিয়ে বাড়ছে করোনা পজিটিভ রোগীর সংখ্যা, গত এক মাসে ৩৪ জনের করোনা পজিটিভ এসেছে, তাই সকলকে নিজ বাড়ীতে অবস্থানের জোর আহব্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। অন্যথায় আরো কঠোর অবস্থান গ্রগন করা হবে বলে সাফ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.