খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ির মানিকছড়িতে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে বড়বিল মাদরাসাতুল মদিনার মাদ্রাসা সুপার মোঃ নাজনুল হাসান শিকদার(৩২)কে আটক করা হয়েছে। আটকের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, ‘উপজেলার বড়বিল সরকারী প্রাথমিক স্কুল সংলগ্ন খালের পাড়ে মাদরাসাতুল মদিনা নামকরণে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন দাওয়াতী ইসলাম নামের একটি ধর্মীয় গ্রæপ। এর পর এলাকার অসহায়,দরিদ্র পরিবারের ছেলেদের ধর্মীয় জ্ঞানার্জনে ভর্তি করান অভিভাবকরা।
গত ৩ মে মাদ্রাসার এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করে। নিপীড়নের শিকার শিক্ষার্থী মাদ্রাসায় যেতে অনিহা প্রকাশ করে।পরে মায়ের কাছে নিপীড়নের বিষয়টি খুলে বলে নির্যাতনে শিকার শিক্ষার্থীা। পরে শিশুটিকে হাসপাতালে আনা হয়। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান ,‘ যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা সুপারকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.