নিজস্ব প্রতিনিধিঃ বিলাইছড়ির সামাজিক সংগঠন শতদল ক্লাবের উদ্যোগে সোমবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বোলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিলাইছড়ি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ শতদল ক্লাবের সদস্যরা অংশগ্রহন করেন।
শতদল ক্লাবের সভাপতি সুদর্শন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুকুমার চক্রবর্তী, শিক্ষক সমীরণ চক্রবত্তী, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজল কান্তি দে ও শতদল ক্লাবের সেক্রেটারী,প্রিয়ানন্দ বড়ুয়া ।
বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.