বাঘাইছড়ি প্রতিনিধি- বাঘাইছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক প্রথম আলোর রাঙামাটি প্রতিনিধি সাধন বিকাশ চাকমার মা রসিক পুদি চাকমা আজ (বুধবার) সন্ধ্যায় রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার খেদার মারা ইউনিয়নে শিলকাটা ছড়া গ্রামের নিজ বাড়িতে মৃত্যু বরণ করেছেন।
এ খবরে রাঙামাটি প্রেসক্লাবে সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথসহ ক্লাবের অন্যান্য সকল সদস্য ও বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সদস্যগন সহকর্মীর মায়ের মৃত্যুতে গভীর শোকসহ তাঁর আত্মার শান্তি কামনা করছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারে সাথে একাত্মা হয়ে সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছে।
উল্লেখ্য রসিক পুদি চাকমা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তিনি যেন স্বর্গবাসী হন এ প্রার্থনা করছে রাঙামাটি ও বাঘাইছড়ি প্রেসক্লাবের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.