বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকের দূর্গম লক্ষিছড়িতে স্বাস্থ্যবিধি মেনে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ৬ই বেঙ্গল বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার(২২জানুয়ারী) সকালে লক্ষিছড়ি মুসফিক ক্যাম্পে লক্ষিছড়ির বিভিন্ন গ্রামের জনসাধারণের মাঝে দেড় শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মুসফিক সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাজ্জাক।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি গ্রাম্য কার্বারী উপস্থিত ছিলেন।
জোন সুত্র জানায়, পাহাড়ের অসহায় ও দুঃস্থ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী সবসময় আছে । আগামীতেও নিরাপত্তার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের জন্য সেনাবাহিনীর মানবিক এসব উদ্যোগ চালু থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.