বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাংগামাটি বাঘাইছড়ি উপজেলার সপ্তম ধাপের ইউপি নির্বাচনে দেশের সর্ববৃহৎ ইউনিয়ন সাজেক ইউপির নবনির্বাচিত সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন বাঘাইহাট ৬ই-বেঙ্গল সেনা জোন কমান্ডার লে.কর্নেল মুনতাসির রহমান চৌধুরী পিএসসি।
বুধবার(৬এপ্রিল) দুপুর ১২টার দিকে সাজেক পর্যটনে সাজেক সেনা গেস্ট হাউসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, আপনারা নির্বাচিত জনপ্রতিনিধি তাই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব কর্তব্য অনেক বেশি এজন্য জনগনের সেবা করাই হবে আপনাদের মূল লক্ষ্য তার সাথে এলাকার উন্নয়ন শান্তি সম্প্রীতি নিশ্চত করাও ইউপি সদস্যদের দায়িত্ব, তারপাশাপাশি এলাকায় চাঁদাবাজ সন্ত্রাসী নির্মূলে ও শান্তি সম্প্রীতি উন্নয়ন রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সহযোগীতা করার আহবান জানান তিনি।
এসময় এতে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা, রুইলুই হেডম্যান লাল থাং, কলাক হেডম্যান চংমিং থাং সহ নবনির্বাচিত ইউপি সদস্যরা।
মতবিনিময় শেষে সাজেক উন্নয়ন ফোরামের পক্ষ থেকে জোন কমান্ডার সাজেকের গির্জা ও মন্দিরে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.