বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ডাব আদাম এলাকায় চাঁদের গাড়ী উল্টে ১৩ পর্যটক আহত হয়েছে। পর্যটকদের মধ্যে ৩ জন গুরুতর আহত বলে জানায় সাজেক থানার পুলিশ। সাজেক থানার ভার্প্রাপ্ত কর্মকর্তা নুরুল হক দূর্গটনার বিষয়টি নিশ্চিত করে বলেন ১১ অক্টোবর রবিবার সকাল দশ ঘটিকায় সাজেক রুইলুই পর্যটন কেন্দ্র থেকে চাঁদের গাড়ী যোগে ১৩ পর্যটক খাগড়াছড়ি যাওয়ার পথে হাউজ পাড়া ডাব আদাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১৩ পর্যটক সবাই আহত হয়। দূর্গটনার সংবাদ পেয়ে সাজেক থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দিঘিনালা সদর হাসপাতালে পাঠায়। স্থানীয়দের দাবী সাজেক সড়কের দুই পাশে ঘন জঙ্গল দূর্গটনার প্রদান কারন।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.