নিজস্ব প্রতিনিধিঃ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের ৮নং পাড়া এলাকায় পর্যটকবাহী জীপগাড়ী(চট্র মেট্রো-১৮২৭) সাথে মোটরসাইকেল এর মুখমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হৃদয়(৩০)নামে এক পর্যটক নিহত। নিহত পর্যটকে বাড়ি চট্টগ্রাম পাহাড়তলি বলে জানাযায় ।
২৩ ডিসেম্বর শুক্রবার দুপুর ২টার দিকে পর্যটকবাহী জীপগাড়ী ও মোটরসাইকেল আরোহী পর্যটক ৮নংপাড়া এলাকায় বাঁক ঘুরতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় এসময় মোটরসাইকেল আরোহী পর্যটক হৃদয় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দিঘীনালা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাজেক থানার অফিসার ইনচার্জ নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেক ৮নং পাড়া এলাকায় জীপগাড়ী ও মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে আহত মোটরসাইকেল চালক/পর্যটক উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয় বলে জানাযায় এবং পর্যটকবাহী জীপগাড়ী আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.