বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক ধুলুমণি চাকমা নিহত(৩০)।
শুক্রবার(৪মার্চ) সকাল ৯টার দিকে সাজেকের মাচালং এলকায় একটি মালবাহী ট্রাক (চট্র-মেট্রো-১১-৯৮১১) বাঘাইহাট হতে সাজেক যাওয়ার পথে মাসালং বাজার ব্রিজ পাড় হয়ে টার্নিং উঠার সময় বিপরীতগামী একটি মটর সাইকেলের সাথে সংঘর্ষ হলে মটর সাইকেল চালক ঘটনাস্থলে মারা গেছে বলে জানা যায়।
এবিষয়ে সাজেক থানার অফিসার ইনচার্জ(ওসি) নুরুল হক জানান, ঘটনার পরপর ট্রাক চালক পালিয়ে যায় , পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.