বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে মনোমুগ্ধকর কনসার্টের আয়োজন করেছে সাজেক এলাকাবাসী । শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষ্যে খাগড়াছড়ি সেনারিজিয়নের বাঘাইহাট জোনের শান্তি শোভা যাত্রার পাশাপাশি সম্প্রিতি কনসার্টের আয়োজন করে সাজেক এলাকাবাসী।
এদিকে শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষ্যে সকালে সেনাবাহিনীর শান্তি শোভা যাত্রা, আলোচনা সভা, বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের পর, বিকেলে সাজেক থানা ছাত্রলীগের প্রয়াত সভাপতি মরহুম রুবেল স্মৃতি সংসদের আয়োজনে “বাঘাইহাট সম্পিতি টূর্নামেন্টে” বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া রাতে বাঘাইহাট বাজার সংলগ্ন বিএফ আইডিসি মাঠ প্রাঙ্গনে মনোমুগ্ধকর কনসার্টের আয়োজন করা হয়। উক্ত কনসার্ট উপভোগ করতেেএকত্রিত হয় হাজার হাজার পাহাড়ি ও বাঙ্গালী জনসাধারণ এসময় কনসার্ট মাঠ রুপ নেয় পাহাড়ি বাঙ্গালির সম্প্রীতির মিলন মেলায়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ইস্ট বেঙ্গল বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নুরুল্লাহ জুয়েল পিএসসি সাজেক থানার ওসি নুরুল আনোয়ার, সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন প্রমুখ। সকালে আলোচনা সভায় শান্তি চুক্তির সুফল নিয়ে স্থানীয়দের সাথে খোলামেলা আলোচনায় অংশ নিয়ে সকলের উন্মুক্ত মতামত শোনেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.