নিজস্ব প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কে পাহাড় ধসের কারণে দীর্ঘ ৭ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয়েছে।
বুধবার সকালে ৮টার দিকে বাঘাইহাট-সাজেক সড়কের নন্দরাম নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।
সেনাবাহিনীর ৬ইস্ট বেঙ্গল, বাঘাইহাট জোন ও ২০ইসিবি পাহাড় ধসের মাটি দ্রুত সরিয়ে রাস্তা যানবাহন চলাচলের উপযোগী করলে দুপুর ২টা থেকে যানবাহন চলাচল শুরু করে
জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিপাতের কারনে বাঘাইহাট-সাজেক সড়কের নন্দরাম নামক এলাকায় সড়কের উপর পাহাড়ের একটি অংশের মাটি পড়ে। এতে ওই রুটের যানবাহল চলাচল বন্ধ হয়ে যায়।
সাজেক থানার অফিসার ইনচার্জ নুরুল হক জানান, বুধবার সকালের দিকে বাঘাইহাট-সাজেক সড়কের নন্দরাম এলাকায় সড়কের উপর পাহাড় ধসে পড়েছে। আপাতত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেনাবাহিনী সকাল থেকে সড়কের মাটি সরানোর কাজ দ্রুত শেষ করায় দুপুর ২টা থেকে যানবাহন চলাচর শুরু করে।
অপর দিকে সড়ক যোগাযোগ ৭ঘন্ট্ বন্ধ থাকায় বিপাকে পরেছেন সাজেকগামী পর্যটকরা, সাজেকগামী ও সাজেক থেকে খাগড়াছড়িগামী প্রায় ৫শতাধিক পর্যটকবাহী গাড়ী আটকা পরায় ভোগান্তিতে পরেছিল পর্যটকরা অবশেষে যানচলাচল স্বাভাবিক হওয়ায় শস্তিতে পর্যটকরা।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.