প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৭:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২২, ৭:০১ অপরাহ্ণ
সাজেকে হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার ২৭ জুলাই বৃহস্পতিবার সাজেক পর্যটন এলাকার রুইলুই পাড়া কমিউনিটি ক্লিনিক এলাকায় দুস্থ জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি, ৬ ইস্ট বেঙ্গল, বাঘাইহাট জোন কমান্ডার এর নির্দেশে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পেইনটি আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী, বাঘাইহাট জোন। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে রোগী দেখেন ৬ই বেংগল, বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ ফায়জুল ইসলাম, এএমসি।
স্থানীয় জন সাধারন সেনাবাহিনীর এসকল জনকল্যান কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।নাম বলতে অনিচ্ছুক পাহারের প্রত্যন্ত এলাকার একজন বলেন - আমরা পাহারের গহীনে বসবাস করি, আমাদের এলাকায় কোন হাসপাতাল নেই। আমাদের চিকিৎসা এবং ঔষদের জন্য সেনাবাহিনীর ডাক্তার ছাড়া বিকল্প কোন উপায় নেই।
বাঘাইহাট জোন কমান্ডার-ফোন আলাপে বলেন- সাজেক পর্যটন এলাকা এবং পার্শ্ববর্তী কংলাক পাড়া, ফাইলিং পাড়া, সিজক ছড়া, ডাব আদম পাড়া, হাউস পাড়াসহ প্রত্যন্ত এই এলাকাটিতে কোন চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে এ চিকিৎসা সেবা এবং বিনা মুল্যে ঔষদ বিতরনের আয়োজন করেছি। সেনাবাহীনি সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।তিনি আরও বলেন-এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত কল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.