প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৩, ১১:৪৮ অপরাহ্ণ
সাজেক ও বাঘাইছড়িতে ১০প্লাটুন বিজিবি মোতায়ন

বাঘাইছড়ি প্রতিনিধি- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন - ২০২৪ সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষে সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) ও বাঘাইহাট ব্যাটালিয়ন(৫৪বজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ১০প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে ।
২৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায় মারিশ্যা ব্যাটালিয়ন সদর দপ্তর হতে ৫ প্লাটুন বিজিবি উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনের লক্ষে মোতায়েন করা হয় ।
বিজিবি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শরিফুল্লাহ আবেদ, এসজিপি পদাতিক, বিজিবি মোতায়েন এর বিষয়টি নিশ্চিত করে বলেন নির্বাচন পর্বতী উপজেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১০ জানুয়ারী পর্যন্ত বিজিবি মোতায়ন রাখা হবে।
একই ধারাবাহিকতায় ৫৪ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকা সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে বিজিবি মোতায়ন করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বাঘাইহাট ব্যাটালিয়ন সদর দপ্তর হতে ৫ প্লাটুন বিজিবি সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনের লক্ষে মোতায়েন করা হয় ।
বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি জি,আর্টিলারি, বিজিবি মোতায়েন এর বিষয়টি নিশ্চিত করে বলেন নির্বাচন পর্বতী এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১০ জানুয়ারী পর্যন্ত বিজিবি মোতায়ন রাখা হবে।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.