বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় কাজ শেষে উপজেলা সদরে ফেরার পথে পাহাড়ি খাদে পরে ঘটনা স্থলে ৬ জন শ্রমিক মারাগেছেন। এই ঘটনায় গুরতর আহত হয়েছে আরো ১৩ জন। আহতদের উদ্ধার করে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় দিঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ২৪ এপ্রিল বুধবার বিকল ৫ ঘটিকায় এই দুর্ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরীর দুর্ঘটনার বিষয়টি শিকার করে বলেন সীমান্ত সড়কের কাজ শেষে ড্রাম ট্রাকে করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পরে গাড়ী দুমড়ে মুচড়ে যায় স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে তারা পৌঁছালে বিস্তারিত জানতে পারবো।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.