প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৬:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২২, ৭:৩৪ অপরাহ্ণ
সিসি ক্যামেরার আওতায় আসছে বাঘাইছড়ির ভূমি অফিস ও গুরুত্বপূর্ণ মার্কেট

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের পর এবার সাবরেজিস্টার ভূমি অফিস ও উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বাঘাইছড়ি সহকারী ভূমি কমিশন কার্যালয়ে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে। সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মংসিপ্রু মারমা দায়িত্ব নিয়েই, সেবাগ্রহীতাদের জননিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার লক্ষে ক্যামেরা বসানোর উদ্যোগ নেন বলেন জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। এর আগে ইওএনও শরিফুল ইসলামের উদ্যোগে পুরো উপজেলা পরিষদ চত্বর ক্যামেরার আওতায় আনা হয়। ক্যামেরা বসানোর কাজটি করছেন স্থানীয় ওয়েব টেকনিশিয়ান মিলন। ওয়েব টেকনিশিয়ান মিলন বলেন এরইমধ্যে ভূমি অফিসে ৬ টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা বসানো শেষ হয়েছে, এসব ক্যামেরায় পুরো ভূমি অফিস পর্যবেক্ষণ করা যাবে, এছাড়া আরো বেশকিছু ক্যামেরা সেটআপ দেয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে উপজেলার গুরুত্বপূর্ণ বাজার চৌমুহনী শাপলা চত্বর সহ পুরো বিপনি বিতান এলাকায় ক্লোজসার্কিট ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে বাজার পরিচলনা কমিটি। চৌমুহনী বাজার পরিচালনা কমিটির নেতা সুজিৎ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন বাজারে দোকান মালিক ও ক্রেতা সাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে সম্পূর্ণ ব্যাবসায়ীদের অর্থায়নে এই ক্যামেরা বসানোর কাজ চলছে, আগামীতে পুরো উপজেলা ও চৌমুহনী চত্ত্বর ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘদিন পর হলেও এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যাবসায়িরা স্থানীয় স্বর্ণ ব্যাবসায়ী সঞ্জয় ধর বলেন যেটা সরকারি ভাবে হওয়ার কথা সেটা ব্যাক্তি উদ্যোগে হচ্ছে আমরা সাধুবাদ জানাই।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.