প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৬:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২১, ৮:২৭ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের মাঝে বাঘাইছড়ি কৃষক কল্যান সমিতির নগদ অর্থ সহায়তা

বাঘাইছড়ি প্রতিনিধি বাঘাইছড়ি উপজেলার গত ১৭ ই মে মারিশ্যা - দিঘীনালা সড়কে দুই টিলা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মাঝে- "সু-চিকিৎসা জন্য ও আর্থিক সহায়তা প্রদান করেন বাঘাইছড়ি উপজেলার কৃষক কল্যাণ সমিতি।
এতে সভাপতিত্ব করেন মোঃ কদর আলী - সভাপতি - বাঘাইছড়ি কৃষক কল্যাণ সমিতি।
সভায় উপস্থিত ছিলেনঃ মোঃ জাফর আলী খান - মেয়র বাঘাইছড়ি পৌরসভা। জনাব আলী হোসেন আলী - ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা আওয়ামীলীগ বাঘাইছড়ি। জনাব আনোয়ার হোসেন খান - ভারপ্রাপ্ত কর্মকর্তা বাঘাইছড়ি থানা। জনাব গিয়াসউদ্দিন আল মামুন - সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ বাঘাইছড়ি। জনাব জমির আলী - সভাপতি -পৌর আওয়ামীলীগ বাঘাইছড়ি। জনাব মোঃ আঃ হালিম - সাধারন সম্পাদক বাঘাইছড়ি কৃষক কল্যান সমিতি।
জনাব লোকমান - সাংগঠনিক সম্পাদক - বাঘাইছড়ি কৃষক কল্যান সমিতি গন্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক সহ উপস্থিতছিলে। সভা শেষে আহত/ নিহতের পরিবারের মধ্যে নগদ লক্ষধীক টাকা নগদ প্রদান করা হয় ।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.