নিজস্ব প্রতিনিধিঃ ইউপিডিএফ সংগঠক সুসময় চাকমা ও প্রদীপ ময় চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পানছড়ি ইউনিট।
আজ শনিবার (৫ মার্চ ২০২২) বিকাল ৩টার সময় পানছড়ির চেংগী এলাকায় বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ইউপিডিএফের পানছড়ি ইউনিটের সদস্য আপন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি ক্যামরন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক মিঠুন চাকমা। এতে সঞ্চালনা করেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি সুর মঙ্গল চাকমা।
এসময় সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত ইউপিডিএফ নেতা সুসময় চাকমা ও প্রদীপ ময় চাকমাকে নিঃশর্ত মুক্তির আহ্বান জানান।
উল্ল্যেখ্য খাগড়াছড়ি জেলার পানছড়ির পুজগাং এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল)’র দুই সদস্যকে অস্ত্রসহ আটক করে। আটককৃত সংগঠক প্রদীপ চাকমা (৪৪) জেলার মহালছড়ি উপজেলার মৃত কিরন মোহন চাকমার ছেলে ও সুসময় চাকমা(৫২) পানছড়ি উপজেলার তারাবনছড়ার হরেন্দ্র চাকমার ছেলে।
৫ মার্চ (শনিবার) ভোরে এই অভিযান চালোনো হয়। এসময় তল্লাশি চালিয়ে ১টি ৭.৬২মি.মি পিস্তল, ১টি এলজি, ৪ রাউন্ড এ্যামোনিশন, ১ রাউন্ড কার্তজ, ৭টি মোবাইল ফোন, ১৬টি চাঁদা আদায়ের রশিদ বই ও টোল কালেকশন খতিয়ান উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মোঃ জুয়েল
Copyright © 2025 পার্বত্যসময়. All rights reserved.