ঢাকাবুধবার , ২১ জুলাই ২০২১

এরশাদ সরকারের সাবেক মন্ত্রী বিনয় কুমার দেওয়ানের মৃত্যু

প্রতিবেদক
Admin
জুলাই ২১, ২০২১ ৬:২২ অপরাহ্ণ

 রাঙ্গামাটি প্রতিনিধি ।। এরশাদ সরকারের সাবেক মন্ত্রী বিনয় কুমার দেওয়ান বার্ধক্যজনিত কারনে রাঙ্গামাটির ২ নং পাথর ঘাটার নিজ বাস ভবনে আজ বুধবার ভোর ৫ টায় মৃত্যু বরণ করেছেন।

মৃত্যুকালে তারঁ বয়স হয়েছিল ১০১ বছর । তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ দুপুর ২ টায় আসামবস্তি মহা শশ্মানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

বিনয় কুমার দেওয়ান ১৯২৫ সালের ৯ মার্চ রাঙ্গামাটির বড়াদমে জন্মগ্রহন করেন। ১৯৭১ সনে তিনি বড়াদম মৌজার হেডম্যান নিযুক্ত হন। তিনি হেডম্যান এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি কয়েক মেযাদে ১৯৭০ থেকে ১৯৮৫ সন পর্যন্ত মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল ছিলেন।

এছাড়া ১৯৮৪ -৮৫ সনে রাঙ্গামাটি পৌর সভার ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি ১৯৮৬ সন থেকে রাঙ্গামাটি আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ১৯৮৭ সালে তাঁকে পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রপতির উপদেষ্টা পদে নিযুক্ত করা হয়। ১৯৯০ সন পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ির কাচালং শিশু সধনে আগুন!

সাজেক ও বাঘাইছড়িতে বজ্রাঘাতে ২নারী নিহত! আহত-৭

দীঘিনালায় করোনা বিধি নিষেধ বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের পাশাপাশি মাঠে কাজ করছে, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ

বাঘাইছড়িতে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাঘাইহাটে শীতার্তদের মধ্যে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

দীঘিনালায় ১৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার নতুন ভবন নির্মাণ! স্বাচ্ছন্দ্যে চলছে পাঠদান

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ছাত্রী ক্যাডেট কলেজে চান্স পাওয়ায় সম্মাননা স্বারক প্রদান

বাঘাইছড়িতে খামারে কুকুরের আক্রমণে ৬ ভেড়ার মৃত্যু

দীঘিনালায় পানিবন্দী পরিবারের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

রাঙ্গামাটিতে দুস্থ নারীদের মাঝে গাভী ও ফলজ চারা বিতরণ