ঢাকাশনিবার , ১৫ মে ২০২১

করোনা কালীন সময়ে বাড়ির ছাদে শখের বাগান! গড়ে তুলেছেন শিক্ষক সিরাজুল ইসলাম

প্রতিবেদক
Admin
মে ১৫, ২০২১ ৪:১১ অপরাহ্ণ

বাঘাইছড়ি প্রতিনিধি: – রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় করোনা মহামারির কারণে সরকারি বন্ধের সুযোগ কাজে লাগিয়ে নিজের বাড়ির ছাদে গড়ে তুলেছেন দৃষ্টি নন্দন বাগান। বাগান দেখতে নিয়মিত বাড়ছে নানা বয়সী দর্শনার্থীর ভিড়।

উপজেলার   কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম  নিজের বাড়ির ছাদের ৪ শতক যায়গায়  সখের বসে  গড়ে তুলেছেন বিভিন্ন প্রজাতির দেশী বিদেশি ফলজ ও ফুলের বাগান এই বাগানে রয়েছে আম, লিচু, মালটা, লেবু, আপেল, ড্রাগন, আঙ্গুর, স্টোবেরী, আমড়া, ছবেদা, পেয়ারা, ডালিম, সহ বিশ প্রজাতির ছোট বড় অর্ধশতাধিক ফুল ও ফলের   গাছ যার অধিকাংশটিতেই ফল ও ফুল ধরেছে।

তা দেখতে আশপাশের এলাকা থেকে প্রতিনিয়ত নানা বয়সী দর্শনার্থী ভিড় করছেন।

উপজেলা কৃষি সম্পসারন অধিদপ্তর বলছে এটিই উপজেলার প্রথম পরিপূর্ণ ছাদ বাগান, সমতল অঞ্চলের মত পাহাড়েও ছাদ বাগানে আগ্রহী করতে সরকারি ভাবে উদ্যোগ গ্রহন করা গেলে স্থানীয়দের উদ্বুদ্ধ করা যাবে।

কৃষি সম্পসারন অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহম্মেদ বলেন, শহরে বাড়ির ছাদে বাগান করলে ৩০% গৃহকর মওকুফ করা হয় পাহাড়ের পৌরসভার মেয়র গণ এই পদক্ষেপ নিলে স্থানীয়দের মাঝে ছাদ বাগানে আগ্রহ বাড়বে। ফলে আবাদি জমির উপড় চাপ কমবে।

বাগান মালিক  স্কুল শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘদিন  স্কুল   বন্ধের ফলে    সরকারি নির্দেশনা রয়েছে বাড়ির বাহিরে না যাওয়া স্বাস্থ্য বিধি মেনে চলার তাই প্রতিষ্ঠান বন্ধের এই সময়টা আমি কাজে লাগিয়ে উপজেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের পরামর্শে বাড়ির ছাদে সখের বাগান গড়ে তুলেছেন এতে বাচ্চাদের খাবার চাহিদা পুরনের পাশাপাশি প্রয়জনীয় অক্সিজেন ও পাচ্ছেন আর বাগান পরিচর্চা করে তার সময়ও কাটছে ভালো।  বাগান দেখতে আসা দর্শনার্থীদের  অনেকেই উদ্বুদ্ধ হয়ে নিজের বাড়ির ছাদে  বাগানে আগ্রহী হয়ে উঠেছেন।

স্কুল শিক্ষকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেরোনায় গত ২৪ঘন্টায় ১৮৭ জনের মৃত্যু! শনাক্ত ৬৬৮৪ জন! মোট মৃত্যু ২৪ হাজার ছাড়াল!

খাগড়াছড়িতে পাহাড়ের খাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নামাজে দূর হয় শারীরিক সমস্যা :মার্কিন গবেষণা

বাঘাইছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে “বুদ্ধ পূর্ণিমা” পালিত

লকডাউনের ষষ্ঠ দিনেও খাগড়াছড়িতে কঠোর প্রশাসন

“বিএনপি জামায়াত জোটের কাছে কৃষকরাও অনিরাপদ” – খাগড়াছড়িতে কৃষকলীগ

বাঘাইছড়িতে নবীন ছাত্র-ছাত্রীদের বরন ও সংবর্ধনা দিয়েছে পাহাড়ী ছাত্র পরিষদ

পাহাড়ের একমাত্র নারী ইউপি চেয়ারম্যান পার্থী মাহামুদা বেগম লাকী

খাগড়াছড়িতে অসহায় দুস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে থানা ও অন্যান্য ৫ ভবন উদ্বোধন করবেন পুলিশ প্রধান