ঢাকারবিবার , ২ মে ২০২১

দিঘিনালায় সেনাবাহিনীর পক্ষ থেকে দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

প্রতিবেদক
Admin
মে ২, ২০২১ ৪:৫৫ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিনিধি দীঘিনালা  ::  করোনা ভাইরাসের কারণে কর্মহীন হতদরদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন|
রোববার(২মে) বিকেলে দীঘিনালা উপজেলার দক্ষিণ মিলনপুর গ্রামে দীঘিনালা জোনের ব্যবস্থাপনায়  দুস্থ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়|
খাদ্য সামগ্রী তুলে দেন, দীঘিনালা জোনের স্টাফ অফিসার ক্যাপ্টেন-সিয়াম আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সামাজিক দূরত্ব বজায় রেখে দক্ষিণ মিলনপুর গ্রামের ৪শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়|

খাগড়াছড়ি সেনা রিজিয়নের  দিকনির্দেশনায় দিঘিনালা সেনা জোন ও ইতিমধ্যে বেশকিছু কর্মসূচি বাস্তবায়ন করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো করোনা প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধি করা, হোম কোয়ারান্টাইন নিশ্চিত করা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ জীবাণু মুক্ত করণ ইত্যাদি। তারই ধারাবাহিকতায় আজ দিঘিনালা সেনা জোন গোষ্ঠী, ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে।

ধর্ম,বর্ণ নির্বিশেষে এই সহায়তার সুবিধাভোগী হওয়ায়,স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিক সমাজ সকলেই এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এছাড়া বর্তমানে বৈশ্বিক করোনা মহামারীর কারণে সাধারণ মানুষকে দৈনন্দিন জীবন যাপনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। সাধারণ ও নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করতে খাগড়াছড়ি সেনা রিজিয়ন ইতিমধ্যে বেশকিছু কর্মসূচি হাতে নেয় ও বাস্তবায়ন করে। উল্লেখযোগ্য হলো খাগড়াছড়ি সদরে জনসাধারণের হাত ধোয়ার জন্য ওয়াশিং পয়েন্ট স্থাপন, মাস্ক বিতরণ, স্বল্প মূল্যের বাজার স্থাপন ইত্যাদি

সেনা জোন কর্তৃপক্ষ জানায় জনমানুষের স্বার্থে পূর্বের ন্যায় ভবিষ্যতেও খাগড়াছড়ি সেনা রিজিয়ন এই ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সেই দুর্নীতিবাজ ও বিতর্কিত পিআইও নুরুন্নবী সরকারকে এবার বান্দরবান বদলি

বাঘাইছড়িতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরন

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

দীঘিনালায় ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

টানা ছুটিতে সাজেকের রিসোর্ট ও কটেজ শতভাগ বুকিং

বাঘাইছড়িতে নতুন করে প্রস্তুত ৮০ টি ঘর ২২ মার্চ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগ শীতবস্ত্র বিতরণ করেছে বাঘাইহাট জোন

বাঘাইছড়িতে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

বাঘাইছড়িতে এম হাশিম পৌর স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন