ঢাকাবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩

দীঘিনালায় প্রান্তিক মাছ চাষীদের মাঝে পোনা বিতরন

প্রতিবেদক
Admin
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা:: দীঘিনালায় দুঃস্থ ও প্রান্তিক মাছ চাষীদের মাঝে পোনা মাছ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের অর্থায়নে উপজেলার  দুঃস্থ ও প্রান্তিক মাছ চাষীদের মাঝে পোনামাছ বিতরন করেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম|
এসময় উপস্থিত ছিলেন  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা মৎস্য আহবায়ক মিজ শতরূপা চাকমা,  উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, দীঘিনালা উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্না চাকমা, প্রমূখ। এতে উপজেলার অধশতাধিক দুঃস্থ প্রান্তিক মাছ চাষীদের মাঝে ২শত ৫০ কেজি পোনামাছ বিতরন করা হয়।
মাছের পোনা পেয়ে কবাখালী ইউনিয়ন এর সমর আলী বলেন, সাম্প্রতিক বন্যায় আমার পুকুর থেকে অনেক মাছ চলে গেছে। মৎস্য অফিস থেকে পোনামাছ দিয়েছে ভাল হয়েছে।
উপজেলার মেরুং ইউনিয়ন এর জালবান্দা এলাকার উজালা ত্রিপুরা বলেন, বন্যায় আমার পুকুর ডুবে অনেক মাছ চলে গেছে। এখন মাছের পোনা ছাড়তে পারছিলাম না মৎস্য অফিস থেকে পোনামাছ দিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত