ঢাকাবৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২

দীঘিনালায় খেলার মাঠে পাঁচতলা ভবন নির্মাণ 

প্রতিবেদক
Admin
এপ্রিল ২৮, ২০২২ ১২:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা দীঘিনালা  উপজেলার ছোট মেরুং পুলিশ ফাঁড়িসংলগ্ন খেলার মাঠের জায়গা দখল করে ব্যাবসায়িক ভবন নির্মাণ করা হচ্ছে। অবশ্য উপজেলা প্রশাসন ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে গতকাল বুধবার। আজ বৃহস্পতিবার জমির কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি কার্যালয়ে উভয় পক্ষকে উপস্থিত হতে বলা হয়েছে।
ছোট মেরুংয়ের বাসিন্দা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন গত মঙ্গলবার বিকেলে ফেসবুকে লেখেন, খেলার মাঠের জায়গা দখল করে
এক্সকাভেটর দিয়ে মাটি কেটে কাঠ ব্যবসায়ী সমিতির ভবন নির্মাণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা দরকার। এর পর থেকে পক্ষে বিপক্ষে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, মাঠের সীমানাঘেঁষে চলছে পঞ্চম তলা ভবন নির্মাণের কাজ। এতে নির্মীয়মাণ ভবনের আড়ালে পড়ছে দর্শক গ্যালারি। সেখানে উপস্থিত থাকা কাঠ ব্যবসায়ী সমিতির সদস্য মোহাম্মদ আলী জানান, পঞ্চম তলা ভবন নির্মাণ করা হচ্ছে সমিতির সদস্যদের নিজস্ব
অর্থায়নে। ব্যক্তিমালিকাধীন জায়গা কিনে ভবন নির্মাণ করা হচ্ছে। তিনি আরো বলেন, “ইসমাইলকে কাঠ ব্যবসায়ী সমিতিতে সদস্য না রাখার কারণে তিনি মিথ্যা অভিযোগ
তুলেছেন। মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন জানান, দর্শক গ্যালারি তৈরি করা হয়েছে মাঠের জায়গায়, সেদিকটা দেখলেই বোঝা যায় নির্মীয়মাণ ভবন মাঠের জায়গায় তোলা হচ্ছে।
অন্যদিকে মেরুং কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ওয়াজ করনী জানান, নির্মীয়মাণ ভবনের জায়গাটি স্থানীয় শফি ডাক্তারের কাছ থেকে কেনা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউসার হামিদ জানান, খেলার মাঠের জায়গা দখলের আশঙ্কায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। মাঠের জায়গা কোনোক্রমে বেদখল হতে দেওয়া হবে না। আপতত ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সমিতির লোকজনকে জমির কাগজপত্রসহ ডাকা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
রাঙ্গামাটিতে অসহায় দরিদ্র পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রান বিতরণ

রাঙ্গামাটিতে অসহায় দরিদ্র পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রান বিতরণ

বাঘাইছড়িতে বেওয়ারিশ কুকুরের কামড়ে দুই বছরে আহত ৩ শতাধিক! ভ্যকসিনের দেনা ৫ লক্ষাধিক টাকা

পানিতে তলিয়ে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ

সাজেকে সড়ক দূর্ঘটনা

সাজেকে দুই সিএনজি(মাহিন্দ্র) মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ গুরুতর আহত ৯

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমনে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

বাঘাইছড়িতে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে সময়সীমা বেধে দিয়েছে প্রশাসন

দীঘিনালায় ৪০ মেট্টিক টন ড্রাগন ফল উৎপাদনের লক্ষ্যমাত্রা 

ওয়াসিম আকরামকে নিয়ে বিরাট কোহলির মন্তব্য ভাইরাল

বাঘাইছড়িতে বজ্রপাতে স্কুল ছাত্রী নিহত

নতুন বাড়ী পাচ্ছে ৬ সদস্যের পরিবার ! হতদরিদ্র মিলনের চোখে আশার আলো