ঢাকামঙ্গলবার , ২৭ জুলাই ২০২১

দীঘিনালায় চিকিৎসার জন্য সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান 

প্রতিবেদক
Admin
জুলাই ২৭, ২০২১ ৪:৫৫ অপরাহ্ণ

 নিজস্ব প্রতিনিধি দীঘিনালা  দীঘিনালায় চিকিৎসার জন্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে| মঙ্গলবার দীঘিনালা জোন সদরে এ আর্থিক সহায়তা তুলে দেন, জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন|
জানাযায়, উপজেলার ১নং মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামের বাসিন্দা মোঃ আবুল কাশেম (৬০) এর ছেলে মোঃ মশিউর রহমান (১৯) ৬/৭ মাস যাবৎ মানসিক রোগে আক্রান্ত হয়ে আছেন| পরে বিষয়টি দীঘিনালা জোন অধিনায়কের নজরে আসলে চিকিৎসা সহায়তার উদ্যোগ নেন| পরে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
ছেলের সুচিকিৎসার জন্য আর্থিক সাহায্য পেয়ে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এই অনুদান পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।
এসময় জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন জানান,  সব সময় পার্বত্য অঞ্চলে  যেকোনো ধরনের  সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত