নিজস্ব প্রতিনিধি দীঘিনালা দীঘিনালায় নিবন্ধন না থাকায় ব্যক্তি মালিকানাধীন তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে| গত রবিবার বিকেলে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়| সিলগালা করা ডায়াগনস্টিক সেন্টারগুলি হলো- বোয়ালখালী নতুন বাজারের “পার্বত্য ডায়াগনস্টিক ল্যাব-১, পার্বত্য ডায়াগনস্টিক ল্যাব-২’ এবং ছোট মেরুং বাজারের কাজী ফার্মেসী ল্যাব’।
এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন নাজমুন নেসা মীম।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মোতাবেক এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে সিলগালা করার পাশাপাশি বাস টার্মিনাল সংলগ্ন গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার’, ‘পার্বত্য ডায়াগনস্টিক ল্যাব-২’এবং ছোট মেরুং বাজারের কাজী ফার্মেসী ল্যাব’ -কে পাঁচ হাজার টাকা করে সর্বমোট
পনেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে।