ঢাকামঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২

নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে দীঘিনালায় বৈসাবির উৎসব শুরু

প্রতিবেদক
Admin
এপ্রিল ১২, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা দীঘিনালা উপজেলায় মাইনী নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈসাবি উৎসব শুরু হয়েছে|  গঙ্গাদেবীকে ফুল উৎস্বর্গ করে পাহাড়ে শুরু হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বৈসাবি’ উৎসবের প্রথম দিন অর্থাৎ ‘ফুলবিজু।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ০৭ টায় দীঘিনালার মাইনী ব্রিজ এলাকায় নদীতে ফুল ভাসানোর মাধ্যমে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছকে স্বাগতম জানাতে ভিড় করেছে চাকমা সম্প্রদায়ের দর্শনার্থীরা। নদীতে ফুল ভাসানো ছাড়াও দীঘিনালার হটিকালচার সেন্টার সংলগ্ন এলাকায় নানা ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়েছে।
এ ছাড়াও সকালে নতুন বছরকে সমৃদ্ধিকে ভাসিয়েছেন দীঘিনালা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা, কবাখালি ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মাইন উদ্দিন সহ উপজেলার সুশিল সমাজের নেত্রীবৃন্দরা। এরপর বৈসাবি উদযাপন উপলক্ষে আনন্দ শোভা যাত্রায় অংশ নেয়।
মোঃ আবদুর রহমান

সর্বশেষ - অপরাধ