ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩

বাঘাইছড়িতে নতুন করে প্রস্তুত ৮০ টি ঘর ২২ মার্চ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Admin
মার্চ ২০, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ

বাঘাইছড়ি প্রতিনিধি- প্রধানমন্ত্রীর ঘোষণা দেশে একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবেনা এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে  রাঙ্গামাটির বাঘাইছড়িতে গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য চতুর্থ পর্যায়ে নতুন করে ৮০ টি পাকা ঘর তৈরি করা হয়েছে। এরইমধ্যে নতুন ঘর উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ২২ মার্চ বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসব ঘরের শুভ উদ্বোধন ও হস্তান্তর করবেন। ২০ মার্চ সোমবার সকাল ১০ ঘটিকায়  উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন এর মাধ্যমে বিষয়টি  নিশ্চিত করেন। এসময় তিনি জানান বাঘাইছড়িতে নতুন ৮০ টি চলমান ১০০ টি ঘর সহ এযাবৎ  মোট মোট ৩৩০ টি ঘর তৈরি করে সম্পন্ন করা হয়েছে। এবং এসব ঘরের উপকার ভোগীদের মধ্যে একতৃতীয়াংশ শারিরীক প্রতিবন্ধি এবং স্বামী প্ররিত্যাক্তা অসচ্ছল পরিবার রয়েছেন । নতুন করে হস্তান্তর হতে যাওয়া ৮০টি ঘরের মধ্যে প্রতিবন্ধি ১৩ জন, স্বামী পরিত্যক্তা ৩ জন, বিধবা ৮ জন এবং হিজরা আছেন ১ জন।  প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর পেয়ে পাহাড়ের  অসহায় পরিবার গুলো বেজায় খুশি। বাঘাইছড়ি পৌরসভার ২ নং ওয়াডের বাসিন্দা কদ্দুস ও তার পরিবার দুজনেই শারীরিক প্রতিবন্ধি থাকতেন তার বোনের বাসায় এখন তার মাথা গোজার ঠাই হয়েছে। তার অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে অযোরে  কেধেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। মারিশ্যা ইউনিয়নের ৭০ উর্ধ  বড় খোলা চাকমা অসুস্থ  পরিবার নিয়ে থাকতেন প্রতিবেশীর  বারান্দায় প্রধানমন্ত্রীর সৌজন্যে এবার তারও দুই শতাংশ জমি সহ মাথা গোজার ঠাই হয়েছে।   বাঘাইছড়িতে এমন অনেক ভূমি হীন ও গৃহহীন পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় ট্রাক ভর্তি ভারতীয় চিনি আটক

করোনা কালীন সময়ে বাড়ির ছাদে শখের বাগান! গড়ে তুলেছেন শিক্ষক সিরাজুল ইসলাম

বাঘাইহাট ৫৪ বিজিবির দুর্গম এলাকায় চিকিৎসা সেবা প্রদান

দীঘিনালায় বিয়ে বাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

৮৫ আরোহী নিয়ে ফিলিপাইনে বিমান বিধ্বস্ত

রাঙ্গামাটিতে বাসের ধাক্কায় অটোরিকশার ২নারী যাত্রী নিহত

বাঘাইছড়িতে ৩০ টাকা কেজিতে ওএমএসের চাউল বিক্রি শুরু

রাঙ্গামাটি শহরে দুটি শপিং মলে যুবলীগের করোনা প্রতিরোধক বুথ স্থাপন

দীঘিনালা ও বাঘাইছড়ি উপজেলাকে যুক্ত করেছে মেরুং হাজাছড়া ব্রীজ 

“নৈরাজ্যর বিরুদ্ধে খাগড়াছড়িতে যুবলীগের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ”