ঢাকামঙ্গলবার , ১ আগস্ট ২০২৩

বাঘাইছড়িতে সর্বস্তরের জনসাধারনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Admin
আগস্ট ১, ২০২৩ ৩:১৮ অপরাহ্ণ

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি হেডম্যান কারবারি, শিক্ষক মন্ডলী,  সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন।

১আগষ্ট মঙ্গলবার সকাল ১০ঘটিকায় সড়ক পথে বাঘাইছড়ি আগমণ করলে উপজেলা পরিষদ চেয়ারম্যান সুর্দশন চাকমা, নির্বাহী অফিসার রুমানা আক্তার ও পৌর মেয়র জমির হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসক ভূমি হীন ও গৃহহীন পরিবারের জন্য আশ্রয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন এবং বিভিন্ন গাছের চারা রোপণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় জেলা প্রশাসক সকলের সাথে পরিচিত হন এবং বাঘাইছড়ি উপজেলার মানুষের  সুখ দুঃখ ও সম্ভাবনার কথা সুনেন।

এসময় জেলা প্রশাসক বলেন, বাঘাইছড়ি বাসীর প্রতি আমি কৃতজ্ঞ বাঘাইছড়ি বাসী জানেন একজন মানুষকে কি ভাবে সম্মান দেখাতে হয়। বাঘাইছড়ি দেশের সর্ববৃহৎ উপজেলা এই উপজেলায় অনেক সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা কাজে লাগিয়ে এগিয়ে যেতে যা যা প্রয়োজন একজন জেলা প্রশাসক হিসেবে আমি সবটুকুই করবো। জেলা প্রশাসকের সফর সঙ্গী হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ