বাঘাইছড়ি প্রতিনিধি– রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার মধ্যম পাড়া এলাকায় শুক্রবার ভোররাতে এক ভেড়ার খামারে বেওয়ারিশ কুকুরের আক্রমণের ঘটনা ঘটে, এতে কুকুরের কামড়ে খামারে থাকা ৬ টি ভেড়া মারাযায় এবং বেশ কিছু ভেড়া মারাত্মক ভাবে আহত হয়।
খামারটির মালিক কামাল হোসেন বলেন প্রতিদিনের মত রাতে খামারের দরজা আটকে পাশেই নিজের ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। পরে ভোর রাতে হঠাৎ ভেড়ার চিৎকারে তার ঘুম ভাঙ্গে এসময় খামারে ছুটে এসে দেখতে পান ৮ থেকে ১০ টি বেওয়ারিশ কুকুর ভেলাগুলোকে ঘিরে ধরে কামড়াচ্ছে তিনি কুকুর গুলোকে তাড়ানোর চেষ্টা করলে তার দিকেও তেড়ে আসে পরে স্থানীয়রা এগিয়ে আসলে কুকুর গুলো পালিয়ে যায়।
এরই মধ্যে ৬ টি ভেড়া মারা যায় এবং বেশকিছু ভেড়া মারাত্মক ভাবে আহত হয়।
পরে স্থানীয় ভেটেনারী চিকিৎসক নুরআলম সংবাদ পেয়ে খামাড়টি পরিদর্শন করে আহত ভেলাগুলোকে প্রয়োজনীয় চিকিৎসা দেন।
খামারে প্রায় ৩০ টি বেড়া রয়েছে কুকুরের আক্রমণে খামার মালিকের আনুমানিক ৫০ হাজার টাকা খয়ক্ষতি হয়েছে।
বাঘাইছড়ি পৌরসভার প্যানেল মেয়র হুসেন কাউন্সিলর বলেন কিছুদিন ধরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েছে অনেক লোকজনকেও কামড়ে আহত করেছে এখন সময় এসেছে এসব বেওয়ারিশ কুকুরের বিষয়ে ব্যাবস্থা নেয়ার।