ঢাকাশনিবার , ১২ জুন ২০২১

রাঙ্গামাটিতে বিএফডিসি’র অভিযানে অবৈধ মাছ জব্দ

প্রতিবেদক
Admin
জুন ১২, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ

রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙ্গামাটিতে অবৈধ মাছ প্রাচার ও বিক্রির সময় মাছ জব্দ করেছে বিএফডিসি কর্তৃপক্ষ।

জানাযায় শনিবার সকাল ৫ ঘটিকার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিএফডিসির রাঙামাটি’র ব্যবস্থাপক তৌহিদুল ইসলামের নির্দেশে মার্কেটিং অফিসার মোঃ সোয়েব সালেহীনের নেতৃত্বে এক অভিযান পরিচালানা করে এসব মাছ জব্দ করা হয়। এ সময় এক বস্তা (প্রায় ৩০ কেজি) কাপ্তাই হৃদের মাছ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে মাছ গুলো বিএফডিসি প্রাঙ্গণে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।

এছাড়াও রাঙামাটি শহরে সাপ্তাহিক হাটের দিনগুলোতে কাপ্তাই হৃদ থেকে মাছ ধরে চোরাবৃত্তি প্রবণতা বেশি থাকায় বিএফডিসি বাজার টহল টীম প্রতিটি পয়েন্টে বিশেষ চেকিং জোরদার করে। এসময় বিভিন্ন স্থান থেকে প্রায় ১৬ কেজি ধূমায়িত শুটকি মাছ জব্দ করা হয় যা উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।

সর্বশেষ - অপরাধ