ঢাকাশুক্রবার , ১৮ জুন ২০২১

রাঙ্গামাটিতে ৬২৩ টি ঘর ও জমি পাচ্ছেন গৃহহীনরা! প্রেস ব্রিফিংএ জেলা প্রসাশন

প্রতিবেদক
Admin
জুন ১৮, ২০২১ ২:৩৯ অপরাহ্ণ

রাঙ্গামাটি প্রতিনিধি : ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ২য় পর্যায়ে জমিসহ গৃহ প্রদানের লক্ষে রাঙ্গামাটির নয়টি উপজেলায় ৬২৩ টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
২য় পর্যায়ে গৃহ প্রদান কাজের অংশ হিসাবে নির্মিত এসব ঘর ২০ জুন রবিবা সারাদেশের ন্যায় রাঙ্গামাটির গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। তবে বরকল উপজেলায় এবার কেউ জমি ও ঘর পাচ্ছেন না। উপজেলা টাস্কফোর্স থেকে চাহিদার এ সংক্রান্ত প্রস্তাব না পাওয়ায় এবার বরকল উপজেলায় জমি ও গৃহ প্রদান কার্যক্রম নেই ।
মাননীয় প্রধানমন্ত্রী ২০ জুন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায় উদ্বোধন করবেন। ঐ দিনই স্থানীয় ভাবে উপকার ভোগীদের মাঝে এসব জমি ও ঘর হস্তান্তর করা হবে।
শুক্রবার (১৮ জুন) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে রাঙ্গামাটির সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো মামুন মিয়া, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা আলোচনায় অংশ নেন।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক বলেন,২০ জুন দ্বিতীয় পর্যায়ে রাঙ্গামাটি সদর ১৫৬টি,কাপ্তাইয়ে ৩৫ টি,রাজস্থলিতে ১৭৭ টি,বাঘাইছড়িতে ৪৫টি,লংগদুতে ৯১টি,নানিয়ারচরে ৩টি,জুরাছরিতে ১০টি, বিলাইছড়িতে ৩৭টি এবং কাউখালীতে ৬৯টি মিলে ৬২৩ টি ঘর নির্মান করে দেয়া হয়েছে।
সভায় জেলা প্রশাসক মো মিজানুর রহমান জানান , রাঙ্গামাটি জেলার ১০ উপজেলায় ১ ম পর্যায়ে ২৬৮ টি গৃহ নির্মান সমপন্ন করে উপকার ভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছিল । এবার ২য় পর্যায়ে রাঙ্গামাটির নয়টি উপজেলায় ৬২৩ টি ঘর হস্তান্তর করা হবে ।
এবার বরকল উপজেলা কেন বাদ পড়ল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিল্পী রানী রায় বলেন, এ কর্মসূচী বাস্তবায়নে সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সে অনুসারে বরকল উপজেলা টাস্কফোর্স থেকে কোন প্রস্তাবনা না আসায় এবারের ২য় পর্যায়ে বরকল উপজেলায় কেউ গৃহ পাচ্ছেন না।
রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা জানান, ২০ জুন রবিবার রাঙ্গামাটি জিমনেসিয়াম প্রাঙ্গন থেকে সকাল ১০ টায় সদর উপজেলার ১৫৬ টি ঘর উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।
প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে স্থানীয় ভাবে আয়োজিত অনুষ্ঠানে খাদ্য মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে গৃহ হস্তান্তর করবেন। সমগ্র অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেয়ার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান।

সর্বশেষ - অপরাধ