ঢাকাশনিবার , ৩ জুলাই ২০২১

দীঘিনালায় করোনা বিধি নিষেধ বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের পাশাপাশি মাঠে কাজ করছে, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ

প্রতিবেদক
Admin
জুলাই ৩, ২০২১ ৪:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা  দীঘিনালা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী বিধি নিষেধ বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের পাশাপাশি যৌথভাবে কাজ করছে, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী | গত শনিবার (০৩ জুলাই/২১) উপজেলার বোয়ালখালী নতুন বাজারে অভিযান পরিচালনা করেন|
এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মোঃ রেজাওয়ানুজ্জামান খাঁন, পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল ইমরান, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম পেয়ার আহম্মদ|
এসময় সবাই বোয়ালখালী নতুন বাজার, লারমা স্কোয়ার প্রদক্ষিণ করে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান|
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ জানান, করোনা বিধিনিষেধ অমান্য করায় লক ডাউনের প্রথম দিনে ৯টি মামলা এবং দ্বিতীয় দিনে ৯টি সহ মোট ১৮টি মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়েছে| এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান|
দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মোঃ রেজাওয়ানুজ্জামান খাঁন, পিএসসি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ জনগনকে সচেতন হতে হবে, এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে এবছ বিধি নিষেধ বাস্তবায়নে  সেনাবাহিনী প্রস্তুত রয়েছে|

সর্বশেষ - অপরাধ