ঢাকারবিবার , ১১ জুলাই ২০২১

করোনা রোগীকে ৩শ টাকার পরিবর্তে ৭০টাকার খাবার! সংবাদ প্রকাশে সাংবাদিক গ্রেপ্তার

প্রতিবেদক
Admin
জুলাই ১১, ২০২১ ৮:১৮ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক: ‘ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীকে ৩০০ টাকার পরিবর্তে ৭০ / ৮০ টাকার খাবার দেওয়া হয়’ শিরোনামে গত ৬ ও ৭ জুলাই জাগো নিউজ পোর্টাল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে  সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রচারের পরেই গত ৯ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাদিরুল আজিজ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক) ২৫(১)(খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় একটি মামলা করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ঠাকুরগাঁওয়ে তানভির হাসান তানু নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের করা মামলায় শনিবার রাত সাড়ে ১০টায় এই সাংবাদিককে গ্রেপ্তার দেখায় সদর থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃত সাংবাদিক তানভির হাসান তানু ইনডিপেনডেন্ট টেলিভিশন ও জাগো নিউজ অনলাইন পোর্টালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি। তানুর পরিবার বলছে, শনিবার রাতে সে মামলার বিষয়ে থানায় খোঁজ নিতে গেলে পুলিশ তাঁকে আটক করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম জানান, রাতে তাঁকে সদর থানা হেফাজতে রাখা হবে। রোববার সকালে তাঁকে আদালতে হাজির করা হবে।

এ মামলায় ইনডিপেনডেন্ট টেলিভিশন ও জাগো নিউজ অনলাইন পোর্টালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, নিউজ বাংলা ২৪ ডট কম অনলাইন পোর্টালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রহিম শুভ এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ চ্যানেল এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুকে আসামি করা হয়। মামলার একদিন পরেই তানভির হাসান তানুকে গ্রেপ্তার করা হয়।

এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে জেলার সংবাদকর্মীরা প্রেসক্লাবে তাৎক্ষণিক অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছে। অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে নিন্দা জানান ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী। তিনি বলেন, সাংবাদিক তানভির হাসানের নিঃশর্ত মুক্তির পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিকেরা রাজপথে অবস্থান নেবে এবং আরও কঠোর  কর্মসূচি দিতে বাধ্য হবে।

সুত্র- আজকের পত্রিকা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেয়ারীং অনাথ আশ্রমে খাগড়াছড়ি রিজিয়নের আর্থিক সহায়তা ও শিক্ষা সামগ্রী বিতরণ

নির্বাচনী দায়িত্ব পালনে গিয়ে করোনায় মারা গেলেন ৭০০ শিক্ষক

দীঘিনালা থানা বাজারে অগ্নিকাণ্ড! সাত ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, অর্ধ কোটি টাকার ক্ষতি 

রাঙ্গামাটিতে শপথ অনুষ্ঠান শেষে চার ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পাহাড়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সজাগ থাকার আহবান- মেজর মো: রিয়াদুল ইসলাম

খাগড়াছড়িতে শতাধিক পরিবারের বিশুদ্ধ পানির স্বপ্নযাত্রা সেনাবাহিনী

বাঘাইছড়িতে ভারতীয় মালামাল সহ তিন পাহাড়ি যুবক আটক

বাঘাইছড়িতে অসহায় ও দুঃস্থদের মাঝে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে আশার প্রতি ফলন চান মুক্তিযোদ্ধারা