ঢাকাবৃহস্পতিবার , ২৯ জুলাই ২০২১

রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড.মানিক লাল দেওয়ান এর মৃত্যু

প্রতিবেদক
Admin
জুলাই ২৯, ২০২১ ৭:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি রাঙ্গামাটি। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান মৃত্যুবরন করেছেন।

হঠাৎ ব্রেনস্ট্রোক করলে বৃহস্পতিবার চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম। সেখানে বেলা ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াতের কন্যা ঝুমা দেওয়ান তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত মাসের মাঝামাঝি সপরিবারে করোনায় আক্রান্ত ছিলেন ড. মানিক লাল দেওয়ান। চিকিৎসা নিয়েছিলেন চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে। করোনামুক্ত হয়ে ফেরেন রাঙামাটি শহরের মাঝেরবস্তির ট্রাইবেল অফিসার্স কলোনির নিজ বাসভবনে।

এরপর থেকে বাড়িতে সুস্থ-সবলভাবে অবস্থান করছিলেন। বুধবার রাতে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অক্সিজেন সাপোর্ট দিয়ে বৃহস্পতিবার সকালে পাঠানো হয় চট্টগ্রাম।

ড. মানিক লাল ছিলেন শিক্ষা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পাহাড়ের আলোকবর্তিকা। তৎকালীন বিএনপি সরকারের মনোনয়নে ২০০১-২০০৬ সাল পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে দলমত সবার ঊর্ধ্বে থেকে সার্বজনীনভাবে কাজ করেছিলেন তিনি। তিনি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানদের মধ্যে সবচেয়ে উচ্চশিক্ষিত।

এদিকে ড. মানিক লাল দেওয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নামে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিভিন্ন মহল থেকে শোকবার্তা পাঠানো হয়েছে।

এক শোক বার্তায় বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, ড. মানিক লাল দেওয়ানের মৃত্যুতে এলাকার জনগণ একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছে- যা পূরণ করা কখনও সম্ভব নয়।

আরেক শোক বার্তায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী প্রয়াত মানিক লাল দেওয়ানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে আগুনে পুড়ে ছাই গ্রাম্য চিকিৎসকের বাড়ি

দীঘিনালায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

খাগড়াছড়িতে মধ্যরাতে বাসে তুলে কিশোরী ধর্ষণ ! দুই ধর্ষক আটক

বাঘাইছড়িতে ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাঘাইহাট জোনের শুভেচ্ছা উপহার প্রদান

সাজেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে “মরহুম রুবেল স্মৃতি সংসদ’’র নগদ অর্থ বিতরন

দীঘিনালা থানা বাজারে অগ্নিকাণ্ড! সাত ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, অর্ধ কোটি টাকার ক্ষতি 

দীঘিনালায় ৬শতাধিক কৃষকের মাঝে  কৃষি প্রনোদনার বীজ ও সার বিতরণ 

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারী আটক

দীঘিনালায় কবাখালী নূরানী হিফজ বিভাগ উদ্বোধন