ঢাকামঙ্গলবার , ১৪ জুন ২০২২

বাঘাইছড়িতে বজ্রপাতে স্কুল ছাত্রী নিহত

প্রতিবেদক
Admin
জুন ১৪, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ

বাঘাইছড়ি প্রতিনিধি– রাঙ্গামাটির বাঘাইছড়িতে  একদিনের ব্যাবধানে বজ্রপাতে আরো একজন নিহত, মঙ্গলবার (১৪জুন) বিকাল ৫টার দিকে  বজ্রপাতে ৮ম শ্রেণীর ছাত্রী রুপশী চাকমা নিহত।
নিহত রুপশি চাকমা খেদারমারা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে বড় দুরছড়ি এলাকার পুলিন বিহারী চাকমার মেয়ে।
গতকাল সোমবার সন্ধায় একই এলাকায় অনার্স প্রথম বর্ষের ছাত্র অর্কো চাকমা মারা যায়।
খেদারমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সন্তুষ কুমার চাকমা জানান ঝড়ের  সময় রুপশি চাকমা উঠানে নারিকেল গাছের পাশে দাড়িয়ে ছিলো এসময় হঠাৎ বজ্রপাত হলে  ঘটনা স্থলেই প্রাণ হারায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটি খুবই দুঃখ জনক পরপর একই এলাকার দুইজন মানুষ এভাবে চলে যাওয়া, সবাইকে আরো সতর্ক ভাবে চলাফেরা করতে হবে। নিহত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত