ঢাকাবুধবার , ৫ জুন ২০২৪

বাঘাইছড়িতে জমে উঠেছে পাহাড়ে বেড়ে ওঠা পশুর বিশাল কোরবানি হাট

প্রতিবেদক
admin.
জুন ৫, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ

বাঘাইছড়ি প্রতিনিধি- রাঙামাটির বাঘাইছড়িতে জমে উঠেছে  জমজমাট পাহাড়ি গরুর বিশাল কোরবানি হাট। উপজেলার প্রবেশপথেই প্রায় এক একর জায়গাজুড়ে এই হাট স্থাপন করেছে রাঙ্গামাটি জেলা পরিষদ নিয়ন্ত্রাধিন   বাজার ফান্ড ।

উপজেলার সীমান্তবর্তী সাজেক, দোসর, নিউলংকরসহ দূরদূরান্ত থেকে এসব গরু সাাত থেকে আট দিন হেঁটে উপজেলা সদরে পশুর হাটে আসছে। কোনো ধরনের মোটাতাজাকরণ ওষুধ ছাড়াই পাহাড়ি এসব গরু বনে স্বাধীনভাবে বেড়ে ওঠায় দেখতে বেশ হৃষ্টপুষ্ট। তাই সহজেই ক্রেতাদের মন কাড়ছে এসব গরু। এ ছাড়া বাজারে রয়েছে বাহামাসহ নানা প্রজাতির বিশাল দেহের বিদেশি গরুও।

৫জুন  বুধবার সাপ্তাহিক হাটে গিয়ে দেখা যায়, মাঝারি সাইজের একেকটি গরু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ হাজার এবং বড় সাইজের গরু বিক্রি হচ্ছে ১ লাখ থেকে আড়াই  লাখ টাকায়। এ ছাড়া বিদেশি গরুর দাম ৩ থেকে ৫ লাখ টাকা হাঁকা হলেও ক্রেতাদের আগ্রহ কম। বিভিন্ন সাইজের গরুর পাশাপাশি এই হাটে রয়েছে বিভিন্ন প্রজাতির ছাগলও। একেকটি বড় আকারের খাসি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ হাজার টাকায়।

তবে চট্টগ্রাম ঢাকাসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ী বাজারে না আসায় বাজারে গরুর দাম বেশ কম তাই  খামারিদের মাঝে হতাশা দেখা দিয়েছে ।

পতিটি গরুর বিক্রির পূর্বেই উপজেলা পশু সম্প্রসারন অধিদপ্তরের পক্ষ থেকে একজন উপসহকারী কর্মকর্তার মাধ্যমে পশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় নিয়মিত । পশুর স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব প্রাপ্ত  উপজেলা পশু সম্প্রসারণ কর্মকর্তা প্রনয় খীসা বলেন এবার হাটে স্থানীয় ভাবে বেড়ে ওঠা প্রচুর গবাদিপশু সরবরাহ রয়েছে। এসব গরুতে কোন ধরনের মোটাতাজা করন ট্যাবলেট বা ইনজেকশন দেয়া হয়নি তাই প্রতিটি গরু স্বাস্থ্য সম্মত।

 পশুর হাট ইজারাদার আব্দুর রহমান বলেন গতবছরের তুলনায় এবার বাজারে পশুর সংখ্যা বেশী হলেও ব্যাবসায়ী কম তারপরও এবার ৮-১০ কোটি টাকার লেনদেন হবে আশা করছি।

 উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকায় আইন শৃঙ্খলা পরিশ্রিতিও বেশ ভালো।  পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে  বাঘাইছড়ি উপজেলার বৃহৎ এই পশুর হাট, জানালেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন  আক্তার।

বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন জানান, প্রতিবছর কোরবানির মৌসুমে এখানে ৮ থেকে ১০ কোটি টাকার পশু কেনাবেচা হয়। বাজারের সুন্দর পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকায় হাটের পরিবেশও  চমৎকার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙ্গামাটি শহরের বর্জ্য অপসারনে পৌর এলাকায় ডাস্টবিন বিতরণ শুরু

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলো ২শতাধিক পরিবার

ইউপিডিএফ প্রসীত গ্রুপের বিরাজ মণি চাকমাকে ১টি চাইনিজ নাইন এমএম পিস্তল ও ৪ রাউন্ড গুলি'সহ আটক করেছে সেনাবাহিনী

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র সদস্য আটক ! চাইনিজ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার

পাহাড়ে শান্তি রক্ষায় সাংবাদিকরাও সমান অংশিদার- মেজর মো: জাহিদ হাসান

দীঘিনালায় ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে দীঘিনালায় বৈসাবির উৎসব শুরু

বাঘাইছড়িতে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

সাজেকের দূর্গম এলাকার শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিচ্ছে সেনা টহলদল

বাঘাইছড়তে নির্বাচনী সহিংসতায় জড়িতদের বিচার ও নিহতদের পরিবারের পুর্নবাসন এর দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি পেশ

বাঘাইছড়িতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ