ঢাকামঙ্গলবার , ১ জুন ২০২১

অস্বাস্থ্যকর পরিবেশে খাগড়াছড়িতে বনফুল’র খাদ্য পরিবহণ

প্রতিবেদক
Admin
জুন ১, ২০২১ ৭:১৫ অপরাহ্ণ

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: “বিশুদ্ধ খাবারের বিশ্বস্ত নাম” এর স্লোগান ব্যবহার করে রকমারী খাবারের প্রতিষ্ঠান বনফুল এন্ড কোং খাগড়াছড়ি শাখার বিরুদ্ধে অস্বাস্থকর পরিবেশে খাদ্য পরিবহণের অভিযোগ উঠেছে। যেখানে নামি-দামি পণ্য ব্রান্ড দেখে ক্রেতারা পণ্য ক্রয়ে আগ্রহী হয় সে সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণা করে চলেছে প্রতিষ্ঠানটি। ফ্রিজাপ ভ্যানে বা স্বাস্থ্যকর পরিবেশে নিজস্ব গাড়িতে মান সম্মতভাবে পণ্য পরিবহণের কথা থাকলেও তা মানছে না খাগড়াছড়ি বনফুল।

খাগড়াছড়ির আদালত সড়কের সেলিম ট্রেড সেন্টারে অবস্থিত বনফুল শাখা দিনের পর দিন সাধারণ গ্রাহকদের চোখে ধুলো দিয়ে নিজস্ব পরিবহণে তাদের খাদ্য আসে দাবী করে আসলেও এবার তাদের খাদ্য পরিবহণের আসল রহস্য বেরিয়ে এসেছে।

মঙ্গলবার সকালে চট্টগ্রামে শান্তি পরিবহণে কেক,দই,মিষ্টি,পিজ্জা থেকে শুরু করে সব ধরনের পন্য মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আনার সত্যতা মেলে। প্রতিদিন সকালে চট্টগ্রাম থেকে আসা শান্তি পরিবহণের অস্বাস্থ্যকর পরিবেশে যত্রতত্র ভাবে এসব সামগ্রী নিয়ে আসা হচ্ছে খাগড়াছড়িতে। যাত্রীবাহি পরিবহণে যেখানে করোনার এমন সময়ে সচেতনতা অবলস্বন করা হচ্ছে, সেখানে বনফুল নানা ধরনের মালামাল পরিবহণের সেই সাইট বক্সে আনছেন অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তাদের খাদ্য পণ্য।

মাছি,কাঁদা থেকে শুরু করে সম্পূর্ণ মানহীন ভাবে ধুলাবালি যুক্ত পরিবেশে এসব পণ্য যেভাবে আসছে এতে করে এসব খাদ্য পণ্য মানব দেহের জন্য যেমনি ঝুঁকিপূণ, তেমনি রোগ,জীবানুর বাহকে পরিণত হতে পারে।

এসব বিষয়ে জানতে চাওয়া হলে প্রতিষ্ঠানটির খাগড়াছড়ি শাখার ম্যানেজার এইচ এম বাপ্পী, খাদ্যের গুণগতমান বজায় রেখে পণ্য পরিবহণের বিপরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য পরিবহনে বিষয়ে তিনি স্বীকার করে জানান, ব্যবসায়ে লস হচ্ছে। তাই গাড়ী আনা সম্ভব হচ্ছে না। তবে আগামী ৭ জুলাই থেকে তাদের নিজস্ব গাড়ী আসবে বলে জানান তিনি।

এসব মানহীন ও নোংরা,জীবানু যুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে দৃশ্য দেখলে সাধারন মানুষের মধ্যে প্রশ্ন দাড়ায় বনফুল স্লোগান “বিশুদ্ধ খাবারের বিশ্ব্যস্ত নাম” এর সাথে প্রতিষ্ঠানটির কাজের কতটা গরমিল। বনফুলের এক গ্রাহক বলেন, খাগড়াছড়িতে কি খাওয়াচ্ছে বনফুল। এ সময় তিনি প্রতারণার অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি প্রদক্ষেপ নিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্থক্ষেপ দাবী করেন।  সে সাথে এটি ভোক্তা অধিকার আইনের চরম লঙ্গন বলেও মন্তব্য করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ি পৌরসভার ৩য় পরিষদের ১বছর পূর্তি উদযাপন

রাঙ্গামাটি সদর উপজেলার লোকালয়ে ঢুকে পড়েছে বন্যহাতির পাল, আতংকে পাহাড়ি সাধারণ মানুষ

সাজেকের দূর্গম এলাকার শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিচ্ছে সেনা টহলদল

নামাজে দূর হয় শারীরিক সমস্যা :মার্কিন গবেষণা

দীঘিনালায় গণতান্ত্রিক যুব ফোরামের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাঘাইছড়িতে অসহায় ও দুঃস্থদের মাঝে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

ফিলিস্তিনের পক্ষে যুক্তরাজ্যজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

বাঘাইছড়িতে চাঁদের গাড়ী উল্টে নিহত ১ আহত ৩

মাটিরাঙ্গায় চিকিৎসা সামগ্রী ও ত্রান বিতরণ করলেন – কুজেন্দ্র লাল ত্রিপুরা

সাজেকে শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে সেনাবাহিনী