ঢাকামঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২

খাগড়াছড়িতে শিক্ষা অফিসারের মারধরে হাসপাতালে প্রধান শিক্ষিকা

প্রতিবেদক
Admin
আগস্ট ১৬, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ

খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়িতে এক প্রধান শিক্ষিকাকে পিটিয়েছে সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভায়ন খীসা। ঘটনার পর আহত শিক্ষিকা মৌসুমী ত্রিপুরাকে (৪৪) খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট ২০২২) বেলা ১২টার দিকে উপজেলা সহকারী শিক্ষা অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মৌসুমী ত্রিপুরা খাগড়াছড়ি সদরের মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

হাসপাতালে চিকিৎসাধীন মৌসুমী ত্রিপুরা বলেন, সকালে বিদ্যালয়ের ভাঙা গেইট মেরামতের আবেদন নিয়ে সহকারী শিক্ষা অফিসার সুভায়ন খীসার কার্যালয়ে গিয়েছিলাম। দীর্ঘ সময়েও তিনি আমার বিষয়টি নিয়ে কথা না বলায় তার দৃষ্টি আকর্ষণ করি। এসময় ক্ষুব্দ হয়ে তিনি আমার উপর অতর্কিতভাবে কিল ঘুষি মারতে থাকেন। পরে অফিসের অন্যরা আমাকে হাসপাতালে নিয়ে আসে।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিথিলা বড়ুয়া বলেন, রোগীর (মৌসুমী ত্রিপুরা) বা চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। সেখানে দুটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া তার মাথায় ব্যাথা আছে। আমরা তাকে ভর্তি করেছি।

সহকারী শিক্ষা অফিসার সুভায়ন খীসা বলেন, তিনি (শিক্ষিকা) অফিসে এসে আমার হাত-গলা ধরে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। এসময় তাকে আমি অপেশাদার আচরণ করতে নিষেধ করি। এই নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে তিনি দরজায় আঘাত পান।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, এ ঘটনায় যে জড়িত থাকবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ 

মুজিব বর্ষের উপহার বাঘাইছড়িতে স্বপ্নের জমি ও ঘর পেলেন ১৬০ পরিবার

বিদায় নিলেন বাঘাইছড়ির প্রথম এসিল্যান্ড আবু নওশাদ ! নতুন কর্মস্থল কুমিল্লা

রাঙ্গামাটিতে অসহায় দরিদ্র পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রান বিতরণ

রাঙ্গামাটিতে অসহায় দরিদ্র পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রান বিতরণ

খাগড়াছড়িতে মধ্যরাতে বাসে তুলে কিশোরী ধর্ষণ ! দুই ধর্ষক আটক

খাগড়াছড়িতে কৃষকলীগের বর্ধিত সভা ! কৃষক’রা এদেশ বাঁচানোর শক্তি

খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগ চালু হতে যাচ্ছে ৩০শয্যার নতুন করোনা ইউনিট

দীঘিনালায় পাচারের সময় সরকারী বইসহ ট্রাক জব্দ 

মারিশ্যা দিঘীনালা সড়কে পাহাড় ধস! সেনাবাহিনীর সহযোগীতায় ২ঘন্টা পর যানচলাচল শুরু

রাঙ্গামাটি শহরে দুটি শপিং মলে যুবলীগের করোনা প্রতিরোধক বুথ স্থাপন