বাঘাইছড়ি প্রতিনিধি– রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় পার্থীর বিরুদ্ধে অবস্থান ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা আওয়ামিলীগ ও ইউনিয়ন আওয়ামিলীগের ২২ নেতা কর্মীকে অব্যহতি দেয়া হয়েছে।
৫ ফেব্রুয়ারী শনিবার বিকাল পাঁচ ঘটিকায় উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আল মামুন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক দলীয় পার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে এলাকায় প্রভাব বিস্তার এবং বিশৃঙ্খলা সৃষ্টি করায় জেলা ও উপজেলা আওয়ামিলীগের দলীয় সিদ্ধান্তে তাদের অব্যহতি দেয়া হয়েছে।