ঢাকারবিবার , ২৬ মার্চ ২০২৩

দীঘিনালায় ট্রাক ভর্তি ভারতীয় চিনি আটক

প্রতিবেদক
Admin
মার্চ ২৬, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা  দীঘিনালায় এক ট্রাক ভারতীয় চিনি আটক করা হয়েছে| গত শনিবার রাতে দীঘিনালা জোনের সেনাবাহিনী ট্রাক বোঝাই চিনি আটক করে| এঘটনায় জড়িত পাচারকারী বাবুধন চাকমা( ২৭) এবং ট্রাক চালক মোঃ জিয়া (৪২) কে আটক করা হয়েছে|
জানাযায় সাজেক সীমান্ত এলাকা ভারতের উদয়পুর থেকে গোপনে  ১শত ৪০ বস্তা চিনি মিনি ট্রাক বোঝাই করে নিয়ে আসে| রাত দশটায় দীঘিনালা জোন অতিক্রম করার সময় নিরাপত্তা চেক পোষ্টে সন্দেহ হলে গতি রোধ করে| পরে তল্লাশি চালিয়ে গাড়ী ভর্তি এসব চিনি উদ্ধার করা হয়| ট্রাক নম্বর চট্ট মেট্রো ট ১১-৭৫৮৩ |  এসময় পাচারকারী বাবুধন চাকমা (২৭) এবং ট্রাক চালক মোঃ জিয়া (৪২)কে
 আটক করা হয়|
পরে রাতেই ট্রাক বোঝাই চিনি এবং আটককৃতদের দীঘিনালা থানায় সোপর্দ করে|
এব্যাপারে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতি বস্তা ৫০ কেজি হারে ১শত ৪০বস্তা ভারতীয় চিনি সহ ট্রাকটি আটক করে দীঘিনালা জোনের সেনাবাহিনী| এসময় ট্রাক চালক মোঃ জিয়া (৪২) এবং পাচারকারী  বাবুধন চাকমা(২৭)কে আটক করা হয়েছে| এঘটনায় দীঘিনালা থানার  এসআই মোঃ নুরুদ্দীন বাদী হয়ে, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে

সর্বশেষ - অপরাধ