ঢাকাবৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২

দীঘিনালায় বসতঘর আগুনে পুড়ে ছাই

প্রতিবেদক
Admin
মার্চ ৩, ২০২২ ৯:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি দীঘিনালা দীঘিনালা উপজেলার বেতছড়ি পশ্চিম পাড়ায় এক জনের বসতঘর পুড়ে গেছে| পুড়ে যাওয়া বসতঘরের মালিকের নাম আকবর লিডার|  গত বৃহস্পতিবার দুপুরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে |এতে পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়|
জানাযায় গত বৃহস্পতিবার বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আকবর লিডারের বসতঘরে আগুনের সুত্রপাত হয়| মুহুর্তে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে| এসময় আগুন নেভানোর জন্য প্রতিবেশীরা এগিয়ে এলেও অতিরিক্ত তাপের কারণে নেভানো সম্ভব হয়নি|
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে|এতে বসতঘর সকল আসবাবপত্র প্রয়োজনীয় দলীলপত্র পুড়ে ছাই হয়ে যায়|
খবর পেয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা এবং উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু ঘটনাস্থল পরিদর্শন করেন| বসতবাড়ীর মালিক আকবর লিডারকে শান্তনা দেন|
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নগদ সাড়ে সাত হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করেন|
এছাড়া  উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু ১ বস্তা চাল, ডাল তেল আলু প্রদান করেন|

সর্বশেষ - অপরাধ